এডলফ খান
এবার ওটিটি-তে আসছেন সুদর্শন পুরুষ খ্যাত এডলফ খান

বাংলাদেশি বিনোদন অঙ্গনের আলোচিত নাম সুদর্শন পুরুষ খ্যাত এডলফ খান। শো-স্টপার হিসেবে র্যাম্প মাতানো থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনের ইভেন্ট প্রপোজাল, এমনকি দেশ-বিদেশে তুমুল জনপ্রিয়তা, সবকিছু পেরিয়ে এবার নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এবার তিনি পা রাখছেন ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ঘোষণায় এডলফ খান লিখেছেন:
“অভিনয়ের অফার তো এখন হরহামেশা আসছেই! মনের মতো একটি চরিত্র দিয়েই ওটিটি (OTT) তে অভিনয় শুরু করতে চেয়েছিলাম! অকল্পনীয় ভিন্ন ধারার কিছু! অবশেষে আরেকটি স্বপ্নপূরণ! কিছু একটা হতে যাচ্ছে।”

তার এই ঘোষণার পর থেকেই শোবিজ অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। দর্শক-ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে লিখছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এডলফ খানের অভিষেক দেখার জন্য।
এটিএন এমসিএল-এর সাথে একান্ত ফোনালাপে এডলফ খান জানান,
“শুধু এটিই নয়, আমার ভক্তদের জন্য সামনে আরও অনেক বড় বড় এনাউন্সমেন্ট ও সারপ্রাইজ আনছি। ইতিমধ্যেই বিভিন্ন স্বনামধন্য পরিচালকদের কাছ থেকে সিনেমা ও নাটকের অফার আসছে, আমি সেগুলোর গল্প মনোযোগ দিয়ে পড়ছি।”
দেশের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিসরে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ফ্যাশন শো, ফ্যাশন ডিরেক্টিং থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ, সবখানেই নিজের অনন্য ক্যারিশমা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন এডলফ খান।
বিনোদন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এডলফ খানের এই ওটিটি অভিষেক কেবল একজন অভিনেতার নতুন যাত্রাই নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি বড় সংযোজন হয়ে উঠবে। তার অভিনয়শৈলী ও ক্যারিশমা ওটিটি দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করবে।
শোবিজ মহলের অভিমতে, এডলফ খানের এই অভিষেক শুধু তার ভক্তদের জন্য নয়, বরং পুরো বিনোদন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরেক ধাপ এগিয়ে নেবে।
ভক্তদের জন্য সারপ্রাইজ, আসন্ন প্রজেক্টের এনাউন্সমেন্ট, এবং তার অপ্রতিরোধ্য জনপ্রিয়তা, সব মিলিয়ে এডলফ খানের ওটিটি যাত্রা এখন বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়।
আপনার মতামত লিখুন