রাজধানীর আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

রাজধানীর আশুলিয়ায় একটি বাড়ি থেকে এক শিশু সন্তান সহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩নং গেট এলাকায় আবুল হোসেনের ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ ।
নিহতরা হলো- স্বামী রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের কন্যা সন্তান জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়। রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার স্ত্রী পোশাক শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে তারা কেউ তাদের ঘরের দরজা খুলেনি। পরে বিকেলে পাশের ঘরের এক ভাড়াটিয়া ওই ঘরের জানালা দিয়ে ওকি দিলে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপশের লোকজন এসে আশুলিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে স্বামী রুবেল আহমেদের লাশ ঝুলন্ত অবস্থায় এবং মেয়ে ও স্ত্রীর লাশ খাটের উপর পড়ে থাকতে দেখে। পরে পুলিশ প্রাথমিক সূরতহাল শেষ করে লাশ তিনটি থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। তবে অস্বাভাবিক মৃত্যু হওয়ায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এছাড়া ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আপনার মতামত লিখুন