নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের স্কুল পরিদর্শন: শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

নারায়ণগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৫,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ সোমবার বন্দর উপজেলার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় এবং ২১নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠা বর্তমান প্রজন্মের দায়িত্ব।” তিনি শিক্ষক-শিক্ষার্থী সকলকে একযোগে এ লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সহায়ক।
এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, ব্যাডমিন্টন, দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে জুস ও কেক বিতরণ করে তাদের শারীরিক সুস্থতার খোঁজখবরও নেন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষক-অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জের শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে উঠবে।
আপনার মতামত লিখুন