শোবিজ
“এডলফ খানের তুমুল জনপ্রিয়তা এবার দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে”
বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয়তায় তুমুল আলোচিত “এডলফ খান” দেশের সীমানা ছাড়িয়ে আবারো আলো ছড়াতে যাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে। এবার তার জনপ্রিয়তার তুমুল ঢেউয়ে ভেসে তিনি এখন পৌঁছে গেছেন প্রতিবেশী দেশ ভারতের মঞ্চে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আয়োজিত আসন্ন জনপ্রিয় স্টেজ শো “গোল্ড স্টার নাইট”-এ তিনি থাকছেন প্রধান শোস্টপার হিসেবে।
এটিএন মিডিয়া কমিউনিকেশনের সাথে একান্ত আলাপে এডলফ খান জানান, “আমাকে যখন গোল্ড স্টার নাইটের অর্গানাইজাররা ফোন দিয়ে বললো যে ভারতের নানা প্রান্তে আমার জন্য প্রবল ডিমান্ড এবং তুমুল পপুলারিটি তৈরি হয়েছে, তখন সত্যিই মুগ্ধ হয়েছি। দেশের বাইরের মানুষ যখন এত ভালোবাসা দেখায়, তখন একজন শিল্পী হিসেবে গর্বিত হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।”

শুধু ভারত নয়, ইতোমধ্যেই এডলফ খানের কাছে প্রতিনিয়ত একের পর এক আন্তর্জাতিক প্রস্তাব আসছে। বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় শো-অর্গানাইজাররা তাকে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে তার এই জনপ্রিয়তার জন্য। নিজেই বলেছেন, “এত প্রপোজাল সামলাতে হিমশিম খেতে হচ্ছে।”
বাংলাদেশের মাটিতে অর্জিত তুমুল জনপ্রিয়তাকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক মঞ্চে দেশের নামকে উজ্জ্বল করছেন এডলফ খান। তার প্রতিটি পদক্ষেপ আজ দেশের তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে এই তুমুল আলোড়ন শুধু একজন শিল্পীর সাফল্যই নয়, বরং বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রির জন্যও এক অনন্য অর্জন। এডলফ খান আজ কেবল একজন তারকা নন, তিনি হয়ে উঠেছেন দেশের গর্ব, যিনি দেশের পতাকাকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিচ্ছেন নিজের প্রতিভা ও জনপ্রিয়তার আলোয়।





আপনার মতামত লিখুন